৪৬৮ নং- সুওয়াল - জুমুয়ার নামায আদায় করে না এরূপ ইমামের পিছনে ওয়াক্তিয়া নামাযের ইক্তেদা করা জায়েয হবে কিনা?

সুওয়াল - জুমুয়ার নামায আদায় করে না এরূপ ইমামের পিছনে ওয়াক্তিয়া নামাযের ইক্তেদা করা জায়েয হবে কিনা? 
জাওয়াব - যে স্থানে জুমুয়া ফরজ, এমন স্থানে যারা জুমুয়া না পড়ে, তারা ফাসেক, তাদের পিছনে নামায পড়া মাকরূহ্ তাহ্রীমি। কোনভাবে পড়ে ফেললে উক্ত নামায দোহ্রায়ে পড়বে। (ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-২৮

0 Comments: