৪৮০ নং- সুওয়াল :- নামাযের বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার স্থলে যদি অন্য কিছু পড়ে ফেলে, যেমন সূরা ক্বিরায়াত বা দোয়া ইত্যাদি তাহলে কি সিজদাহে সাহু দিতে হবে?

সুওয়াল :- নামাযের বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার স্থলে যদি অন্য কিছু পড়ে ফেলে, যেমন সূরা ক্বিরায়াত বা দোয়া ইত্যাদি তাহলে কি সিজদাহে সাহু দিতে হবে?
জাওয়াব :- হ্যাঁ, নামাযের বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ারস্থলে যদি অন্য কিছু পড়ে এবং তা যদি তিন তাছবীহ কিংবা তার চেয়ে বেশি হয়, তাহলে সিজদায়ে সাহু দিতে হবে। (সমূহ ফিক্বাহর কিতাব।)
আবা-২৯

0 Comments: