রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৩৭

রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৩৭
অনুবাদক টিম
পৃথিবীতে অধিকাংশ মানুষ যে ভাষায় বেশি কথা বলে তাঁর মধ্যে চাইনিজ (ম্যান্ডারিন) ভাষা হচ্ছে প্রথমে, তৃতীয় স্থানে রয়েছে ইংরেজী, পঞ্চম স্থানে আরবী এবং সপ্তম স্থানে রয়েছে বাংলা। কিন্তু পৃথিবীর সকল মুসলমান উনাদের কাছে সহজে পৌছা যায় ইংরেজী ও আরবী ভাষা দিয়ে। পনেরো শতকের সম্মানিত মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম তিনি যেহেতু পুরো বিশ্বের হিদায়েতের জন্য এসেছেন তাই উনার সকল তাজদীদী লেখনী মুবারক, মুবারক কওল শরীফ ইংরেজী ও আরবী ভাষায় অনুবাদ করে ছড়ানো হচ্ছে। এ ছাড়া সম্মানিত দরবার শরীফ উনার অনুবাদক টিম এ পর্যন্ত ইটালি, মালয়ান , ফার্সি, উর্দু ইত্যাদি ভাষাতেও অনুবাদ করেছেন। অনুবাদ টিমের সদস্য সংখ্যা এ যাবত প্রায় ৪০ জন তবে এ সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। সুবহানাল্লাহ।
দৈনিক আল ইহসান শরীফ পত্রিকার ব্যানার হেড লাইন্স প্রতিদিনই অনূদিত হচ্ছে এবং তা ছড়িয়ে দেয়া হচ্ছে বিশ্বব্যাপী। এ ছাড়াও অনেক ফতোয়া, রেসালা, মিলাদ শরীফ পাঠের বই, পোষ্টার ইত্যাদি ইংরেজী ভাষায় অনূদিত হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন স্থানে কাফির-মুশরিকদের উপর যে আযাব-গযব আপতিত হচ্ছে তাঁর উপর ধারাবাহিকভাবে আলাদা একটি নিউজ কাভারেজ হয় দৈনিক আল ইহসান শরীফ উনার মাঝে, সেই আযাব-গযবের অংশটুকু ইংরেজিতে অনুবাদ করে ধারাবাহিকভাবে ছড়ানো অন-লাইনের মাধ্যমে।
কোন ভাষায় পারদর্শী যে কেউ এই অনুবাদ টিমে যোগদান করে ইসলাম উনার খিদমত করার মূল্যবান সুযোগ গ্রহন করতে পারেন।

0 Comments: