রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৪৪

রাজারবাগ শরীফ উনার পরিচিতি-৪৪
ভয়েস আল হিকমাহঃ বিশ্বের সকল প্রান্তেই সম্মানিত রাজারবাগ শরীফ সিলসিলাভুক্ত পীর ভাই ও বোন রয়েছেন। তাছাড়া মুহব্বতকারীর সংখ্যা রয়েছেন অগনিত-অসংখ্য। উনারা সকলেই যেন হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম উনার মুবারক জবান নিঃসৃত নসীহত শরীফ শুনতে পারেন, মিলাদ শরীফ পাঠ করতে পারেন, অন্যান্য আলোচনা শুনতে পারেন সে কারণে তৈরি করা হয় ভয়েস আল হিকমাহ সফটওয়ার। অর্থাৎ দেশে ও বিদেশে অবস্থানরত যারা সরাসরি মাহফিলে উপস্থিত হতে পারেন না তারা যেন ঘরে বা রাস্তায় লাইভ অনুষ্ঠান শুনে ঈমান-আমল বিশুদ্ধ করতে পারেন তার জন্য এই বিশেষ আয়োজন।২০১০ সাল থেকে শুরু হয় ভয়েস আল হিকমাহর যাত্রা। একই সঙ্গে প্রায় ১০০০ জন এখানে লগ ইন করে অনুষ্ঠান শুনতে পারেন।
প্রথম দিকে নামমাত্র রেজিস্ট্রেশন ফি নিয়ে মোবাইলে এই সফটওয়্যার ব্যবহার করা যেত অথচ এই সফটওয়্যার ব্যবস্থাপনার জন্য প্রতি মাসেই হাজার হাজার টাকা খরচ করতে হয়। কিন্তু মানুষের ঈমান-আকিদার বিষয় লক্ষ্য রেখে হযরত মুজাদ্দিদে আযম আলাইহিস আলাম তিনি পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে মানুষকে শোনার আয়োজন করে দেন। সুবহানাল্লাহ। কম্পিউটারে বা মোবাইলে al-hikmah.net লিখলেই চলে আসে এই সফটওয়্যারের লিঙ্ক। সেখানে ক্লিক করলেই চলতে থাকে লাইভ অনুষ্ঠান। সুবহানাল্লাহ।

0 Comments: