১১৫ নং- সুওয়াল: গাউসিয়া মার্কেটে আমাদের একটি মহিলাদের পোশাক-আশাক বিক্রয়ের দোকান আছে। সেখানে পোশাক কেনার জন্য অনেক মহিলা এসে থাকে। তাদের অনেকেরই পর্দা থাকে না অথচ আমরা তাদের কাছে পোশাক বিক্রয় করে থাকি। আমাদের এই বিক্রয়লব্ধ অর্থ হালাল হবে কিনা?


সুওয়াল: গাউসিয়া মার্কেটে আমাদের একটি মহিলাদের পোশাক-আশাক বিক্রয়ের দোকান আছে। সেখানে পোশাক কেনার জন্য অনেক মহিলা এসে থাকে। তাদের অনেকেরই পর্দা থাকে না অথচ আমরা তাদের কাছে পোশাক বিক্রয় করে থাকি। আমাদের এই বিক্রয়লব্ধ অর্থ হালাল হবে কিনা?
জাওয়াব: আপনাদের দোকানের এই উপার্জিত আয় হালাল হবে। তবে মহিলাদের উচিত নয় দোকানে এসে মালামাল ক্রয় করা, কেননা এতে পর্দার খেলাফ হয়। সম্মানিত ইসলামী শরীয়ত উনার নির্দেশ মুবারক হলো- পুরুষগণই এসে সমস্ত যাবতীয় জিনিস খরিদ করবে। যদি কারো কোন পুরুষ লোক না থাকে, তবে সেই মহিলা যথাযথ পর্দা রক্ষা করে কেনা-কাটা করতে পারবে। আর যদি কেউ বেপর্দা হয়ে আসেই, তবে দোকানের কর্মচারীগণ নিজেরা সংযত হয়ে বেচা-কেনা করবেন। কেননা পুরুষদের জন্য হালাল কামাই করা ফরজ। কাজেই তাকে ব্যবসা, চাকরী বা অন্য কোন ব্যবস্থার মাধ্যমে হালাল কামাই করতে হবে।

আবা-১২

0 Comments: