৯৯ নং- সুওয়াল: নামাযে ক্বিরাত পাঠ করা কি?


সুওয়াল: নামাযে ক্বিরাত পাঠ করা কি?
জাওয়াব : নামাযে ক্বিরাত পাঠ করা ফরজ। পবিত্র কুরআন শরীফ উনার যে কোন জায়গা থেকে ছোট তিন পবিত্র আয়াত শরীফ অথবা বড় এক পবিত্র আয়াত শরীফ পাঠ করলে ফরজ আদায় হয়ে যাবে।
আবা-১২ 

0 Comments: