১২৮ নং- সুওয়ালঃ পবিত্র সূরা নাজিয়াত শরীফ উনার শেষ পবিত্রত আয়াত শরী উনার তাফসীর মুবারক জানতে চাই।


সুওয়ালঃ পবিত্র সূরা নাজিয়াত শরীফ উনার শেষ পবিত্রত আয়াত শরী উনার তাফসীর মুবারক জানতে চাই।
জাওয়াব :
كانهم يوم يرونها لم يلبثو الا عشية او ضحها-
অর্থঃ-  তারা যেদিন তাকে দেখবে, তখন মনে করবে দুনিয়াতে তারা অবস্থান করেনি মাত্র এক সন্ধ্যা বা এক সকাল ব্যতীত          এই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ক্বিয়ামত সম্পর্কে বলা হয়েছে। ক্বিয়ামতের দিন মানুষ যখন উপস্থিত হবে, তখন ক্বিয়ামত দিনের সময়ের বিশালতা এবং তার আযাব-গযব দেখে দুনিয়াবী এবং কবর বা বরযখের জিন্দেগী তার নিকট যৎসামান্য মনে হবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি এখানে উল্লেখ করেছেন। আশিয়াতা বলতে দিনের শেষভাগ, আর দোহা বলতে দিনের প্রথমভাগ বুঝানো হয়েছে। দুনিয়াবী এবং বরযখী জিন্দেগীকে সে একটি পূর্ণদিনও মনে করবে না। মূলতঃ দুনিয়াবী এবং বরযখী জিন্দেগী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর পরকালের জিন্দেগীর কোন সময়সীমা নির্দিষ্ট নেই। দ্বিতীয়তঃ তার আযাব এত কঠোর বা শক্ত যে, তার কাঠিন্যের কাছে অতীতের দুনিয়াবী সমস্ত কিছু তার নিকট তুচ্ছ মনে হবে। মহান আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি পূর্বেই স্মরণ করে দেবার জন্যই এই পবিত্র আয়াত শরীফ এবং এরকম আনুষাঙ্গিক আরও পবিত্র আয়াত শরীফ নাজিল করেছেন। (তফসীরে মাযহারী ও অন্যান্য তফসীর গ্রন্থ)
আবা-১৩

0 Comments: