১১৩ নং- সুওয়াল: যে শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ব্যবস্থা চালু আছে, সেখানে শিক্ষকতা করা কি?


সুওয়াল: যে শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ব্যবস্থা চালু আছে, সেখানে শিক্ষকতা করা কি?  
জাওয়াব: যে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের পর্দা রক্ষা করে শিক্ষা দেয়া হয়, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা জায়েয। আর যে শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা রক্ষা করে শিক্ষা দেয়া হয় না, সেখানে শিক্ষকতা করা হারাম। যেহেতু পর্দা রক্ষা করা ফরজ। অবশ্য একথা জেনে রাখা উচিত যে, কোন ব্যক্তি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরী নিয়েছে বা করছে, যেখানে পর্দা রক্ষা করা হয় না অথচ এটাই তার একমাত্র আয়ের উৎস অর্থাৎ এই আয়ের মাধ্যমেই তার পিতা-মাতা, ছেলে-মেয়ে, স্ত্রী, ভাই-বোন ইত্যাদি সকলেরই ভরণ-পোষণ করা হয়, এমতাবস্থায় মাজুর হিসেবে সেই প্রতিষ্ঠানে চাকরী করা তার জন্য মোবাহ্।
الضرو رات تبح المحظورات.
অর্থঃ- জরূরত হারামকে মোবাহ্ করে দেয়।      তবে অবশ্যই জরুরী যে, তাকে খালেছভাবে শরীয়তসম্মত পদ্ধতিতে আয় করার জন্য অন্যত্র কোশেশ অব্যাহত রাখতে হবে। আর শরীয়তসম্মত পদ্ধতিতে অন্য কোন আয়ের উৎস না হওয়া পর্যন্ত তাকে খালেছভাবে আল্লাহ পাক উনার নিকট ইস্তেগফার করতে হবে, যাতে মহান আল্লাহ পাক তাকে অন্য একটি শরীয়তসম্মত ব্যবস্থা শীঘ্রই করে দেন। যদি অন্য কোন শরীয়তসম্মত ব্যবস্থা হওয়ার পরেও সে গাফলতি করে পূর্বের চাকরীতে বহাল থাকে, তাহলে তার এই উপার্জিত আয় সম্পূর্ণরূপে হারাম হবে।
আবা-১২

0 Comments: