৫১০ নং- সুওয়াল : জুমুয়ার খতীব সাহেব উপস্থিত না থাকলে যদি কোন উম্মি লোক ৩ বার সূরা ইখলাছ (খুৎবার পরিবর্তে) পাঠ করে, ইমাম হয়ে নামায আদায় করে, তাতে নামায হবে কি?

সুওয়াল : জুমুয়ার খতীব সাহেব উপস্থিত না থাকলে যদি কোন উম্মি লোক ৩ বার সূরা ইখলাছ (খুৎবার পরিবর্তে) পাঠ করে, ইমাম হয়ে নামায আদায় করে, তাতে নামায হবে কি?
জাওয়াব : যদি মুক্তাদিগণ উনাদের মধ্যে কেউ আলিম বা ক্বারী সাহেব না থাকে, তবে এরূপ নামায ও খুৎবা উভয়ই জায়িয হবে। (ফতওয়ায়ে আমিনীয়া।)
আবা-২৯

0 Comments: