৫১১ নং- সুওয়াল : যবেহকালে প্রাণীর মাথা দেহ হতে আলাদা হয়ে গেলে ওটা খাওয়া কি?

সুওয়াল : যবেহকালে প্রাণীর মাথা দেহ হতে আলাদা হয়ে গেলে ওটা খাওয়া কি?
জাওয়াব : যবেহটা মাকরূহ তানযীহি হবে, কিন্তু গোশত খাওয়া হালাল হবে। (দুররুল মুখতার, ফতওয়ায়ে আমিনীয়া।)
আবা-২৯

0 Comments: