৫০১ নং- সুওয়াল : মৃত ও জীবিতের পক্ষ হতে কুরবানী করা কি জায়িয আছে?

সুওয়াল : মৃত ও জীবিতের পক্ষ হতে কুরবানী করা কি জায়িয আছে?
জাওয়াব : জায়িয আছে। আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতের (মৃত ও জীবিত উভয়ের) পক্ষ হতে কুরবানী করেছেন। (শামী, হেদায়া, মিশকাত শরীফ, মিরকাত শরীফ)
আবা-২৯

0 Comments: