৪৮৩ নং- সুওয়াল :- মসজিদে কেরোসিনের বাতি বা প্রদীপ ইত্যাদি জ্বালানো হয় তা ব্যবহার করা যাবে কি ?

সুওয়াল :- মসজিদে কেরোসিনের বাতি বা প্রদীপ ইত্যাদি জ্বালানো হয়, সে সমস্ত বাতি মসজিদে জ্বালানো মাকরূহ তাহরীমী। এমনকি মসজিদে ম্যাচের কাঠি জ্বালানোও মাকরূহ তানযিহী। কেননা, এগুলোর মধ্যে দুর্গন্ধ রয়েছে। হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে,
*অর্থ:- যে ব্যক্তি কাঁচা পিয়াজ, কাঁচা রসুন ইত্যাদি জাতীয় দুর্গন্ধময় খাদ্য খায়, সে যেন কখনো আমাদের মসজিদের নিকটবর্তী না হয়। কেননা, যার দ্বারা মানুষ কষ্ট পায়, তার দ্বারা ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও কষ্ট পেয়ে থকেন।
যার কারণে ফিক্বাহর কিতাবে ফতওয়া দেয়া হয়েছে, কাঁচা পিয়াজ, কাঁচা রসূন ইত্যাদি খঅওয়া মাকরূহ তানযিহী এবং তা খেয়ে মসজিদে যাওয়া মাকরূহ তাহরীমী। আর ধুমপান করা মাকরূহ তাহরীমী। ধুমপান করে মজিদে যাওয়া হারাম।
অতএব, মসজিদে যদি বৈদ্যুতিক বাতি না থাকে, তবে মোমবাতি বা রিচার্জ্যাবল ইত্যাদি প্রকার বাতি যাতে দুর্গন্ধ নেই, তা জ্বালানো যেতে পারে। (সমূহ ফিক্বাহর কিতাব।)
আবা-২৯

0 Comments: