৫০৪ নং- সুওয়াল : পিতা-মাতার ইন্তিকালের পর লোকদেরকে জিয়াফতের উদ্দেশ্যে খাওয়ানো কি জায়েয হবে। কিভাবে উহা করলে তা নাজায়েয হবে।

সুওয়াল : পিতা-মাতার ইন্তিকালের পর লোকদেরকে জিয়াফতের উদ্দেশ্যে খাওয়ানো কি জায়েয হবে। কিভাবে উহা করলে তা নাজায়েয হবে।
জাওয়াব : দরিদ্রদেরকে খাদ্য দিয়ে উহার ছওয়াব পিতা-মাতার রূহে পৌঁছিয়ে দেয়া মুস্তাহাব। যদি ইয়াতীমের অংশ হতে, হারাম মাল দ্বারা সুনাম লাভের জন্য, সুদের টাকা কর্জ করে ও দরিদ্রদের বাদ দিয়ে কেবল ধনীদের খাওয়ালে নাজায়িয হবে। (ফতওয়ায়ে আমিনীয়া)
আবা-২৯

0 Comments: