৪৯৩ নং- সুওয়াল : আধুনিক চিকিৎসা জগতে আলট্রা সনোগ্রাম করা এবং গলস্টোন অপারেশন মেয়েদের ক্ষেত্রে শরীয়ত মতে জায়েয কি?

সুওয়াল : আধুনিক চিকিৎসা জগতে আলট্রা সনোগ্রাম করা এবং গলস্টোন অপারেশন মেয়েদের ক্ষেত্রে শরীয়ত মতে জায়েয কি?

জাওয়াব : জরুরত বশতঃ আলট্রা সনোগ্রাম করা জায়েয রয়েছে।
গলস্টোন অপারেশন অথবা অন্যান্য যে কোনো অপরাশেন জরুরত বশতঃ মেয়েদের জন্য জায়িয রয়েছে। কেননা, জীবন রক্ষা করা ফরজ।
উল্লেখ্য যে, মেয়েদেরকে ডাক্তার দেখানো বা অপারেশন ইত্যাদির ব্যাপারে পর্দা রক্ষা করা জরুরী।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে, এমন অনেক রোগ রয়েছে, যার বিশেষজ্ঞ কোন মহিলা নেই, কিন্তু পুরুষ রয়েছে। সেক্ষেত্রে যদি অপারেশন করতে হয়, তখন কি করে পর্দা রক্ষা যেতে পারে? তাহলে কি অপারেশন করা যাবে না।
হ্যাঁ, করা যাবে। তবে এই অপারেশন করার ক্ষেক্রে কয়েকটি শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে।
১. যদি কোনো দ্বীনদার অভিজ্ঞ ডাক্তার পরার্মর্শ দেয়।
২. অপারেশন ব্যতীত রোগিনীর জীবন রক্ষা পাওয়া কঠিন। এবং অসহ্য ব্যাথা থেকে মুক্তি পাওয়া দূরূহ।
৩. এ অপারেশন করলেই সে রোগ থেকে নাযাত পাবে।
৪. অপারেশন ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নেই।
 যে স্থানে কোনো মহিলা রোগীনিকে দেখানোর জন্য কোনো মহিলা ডাক্তার পাওয়া যাবে না, সে স্থানে উল্লিখিত শর্তানুসারে মহিলা রোগীনিকে পুরুষ ডাক্তার দেখানো শরীয়ত মোতাবেক জায়িয রয়েছে। তবে শর্ত হলো যতটুকু না দেখালেই চলে না, ততটুকুই দেখাতে হবে। এর বেশি দেখানো হারাম ও নাজায়িয। (নায়াদেরুল ফতওয়া)
আবা-২৯

0 Comments: