৫১৪ নং- সুওয়াল : কোন লোক দুনিয়াবী কোন কাজের শিথিলতার ন্য কোন আলেমকে বললো, তোমার মত আলেম দরকার নেই, তোমার মত কত আলেম ঘোড়ার ঘাস কাটে। ইহাতে কি হবে?

সুওয়াল : কোন লোক দুনিয়াবী কোন কাজের শিথিলতার ন্য কোন আলেমকে বললো, তোমার মত আলেম দরকার নেই, তোমার মত কত আলেম ঘোড়ার ঘাস কাটে। ইহাতে কি হবে? 
জাওয়াব : একজন আলেমকে এরূপ অবমাননা সূচক কথা বলা কবীরা গুনাহ। তার জন্য তওবা করে আলেমের কাছে ক্ষমা চাওয়া ওয়াজিব।
আবা-২৯

0 Comments: