৪৯০ নং- সুওয়াল :- জুমুয়ার খুৎবা তিওয়ালে মুফাসসাল অপেক্ষা বড় হলে মাকরূহ তাহরীমী হবে। কিন্তু বর্তমানে অধিকাংশ ইমামকেই এরূপ করতে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, জুমুয়ার খুৎবা কতটুকু হবে। অর্থাৎ কি পরিমাণ খুৎবা হওয়া সুন্নত তা জানিয়ে ধন্য করবেন।

সুওয়াল :- জুমুয়ার খুৎবা তিওয়ালে মুফাসসাল অপেক্ষা বড় হলে মাকরূহ তাহরীমী হবে। কিন্তু বর্তমানে অধিকাংশ ইমামকেই এরূপ করতে দেখা যায়। 
প্রশ্ন হচ্ছে, জুমুয়ার খুৎবা কতটুকু হবে। অর্থাৎ কি পরিমাণ খুৎবা হওয়া সুন্নত তা জানিয়ে ধন্য করবেন।

জাওয়াব :- হ্যাঁ, জুমুয়ার খুৎবা তিওয়ালে মুফাসসাল থেকে বড় হলে মাকরূহ তাহরীমী হবে। তিওয়ালে মুফাসসালের পরিমাণ হলো সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে যতগুলি সূরা রয়েছে, প্রত্যেকটি তিওয়ালে মুফাসসালের হুকুম রাখে। 
তিওয়ালে মুফাসসাল সূরা হতে বড় খুৎবা অধিকাংশ ইমাম ছাহেবও যদি পাঠ করে তা বর্তমানেই হোক কিংবা ভবিষ্যতেই হোক সেটা মাকরূহ তাহরীমীই হবে। (গায়াতুল আওতার, বাহরুর রায়েক, আলমগীরী, শামী, ফতহুল ক্বাদির, বাদায়ে উসসানায়ে, রদ্দুল মুহতার, দুররুল মুখতার।)
[এ প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য মাসিক আল বাইয়্যিনাত পত্রিকা-এর ১০তম সংখ্যা পড়ুন।]
আবা-২৯

জুমুয়ার নামায ফরযে আইন ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া-

0 Comments: