২০০ নং- সুওয়াল : ফাসিক ও বিদয়াতিকে সালাম দেয়া কি?


সুওয়াল : ফাসিক ও বিদয়াতিকে সালাম দেয়া কি?
জাওয়াব : পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
ومن وقر على صاحب بدعة فقد اعانا على هدم الاسلام.
অর্থঃ- যে ব্যক্তি কোন বিদয়াতী ব্যক্তিকে সম্মান করে, সে যেন দ্বীন ইসলাম উনাকে ধ্বংস সাধনে সাহায্য করলো।(মিশকাত শরীফ)
          ফাসিক ব্যক্তিও বিদয়াতী ব্যক্তিকে সালাম দেয়া ও সম্মান দেখানো মাকরূহ্। তাই কোন মুত্তাকী ব্যক্তির জন্য কোন ফাসিক ও  বিদয়াতীকে সালাম দেয়া জায়েয নেই। তবে হিদায়াতের জন্য জায়েয আছে। (শামী, কিমিয়ায়ে সাআদাত, ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-১৭

0 Comments: