১৮৩ নং-সুওয়াল : পুরুষে কি স্বর্ণ বা রৌপ্য ব্যবহার করতে পারে? পারলে কতটুকু?


সুওয়াল : মাসিক মদীনা পত্রিকায় নিম্নলিখিত প্রশ্ন-উত্তর ছাপা হয়-
প্রশ্নঃ- পুরুষে কি স্বর্ণ বা রৌপ্য ব্যবহার করতে পারে? পারলে কতটুকু?
উত্তরঃ- পুরুষের পক্ষে স্বর্ণ ব্যবহার করা জায়েয নেই, হারাম। রৌপ্য ব্যবহার করতে পারে। এর কোন পরিমাণ নেই। যতটুকু শোভন, ততটুকুই ব্যবহার করতে পারে।
          এটা কি সঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।
জাওয়াব : উপরোক্ত উত্তরের স্বর্ণের মাসয়ালা সঠিক হয়েছে অর্থাৎ পুরুষের জন্য স্বর্ণ হারাম। কিন্তু দ্বিতীয় অংশ রৌপ্য ব্যবহার করতে পারে, এর কোন পরিমাণ নাই।এ উত্তর ভুল হয়েছে। ফিক্বাহের কিতাবসমূহে উল্লেখ করা হয়েছে, পুরুষের জন্য সাড়ে চার মাসা অর্থাৎ ৬ আনা পরিমাণ রৌপ্য ব্যবহার করা জায়েয আছে। এর চাইতে বেশী ব্যবহার করা হারাম ও কবিরা গুণাহের অন্তর্ভূক্ত হবে। (হিদায়া, আইনুল হিদায়া, বাহরুর রায়েক, আলমগীরী)
আবা-১৭

0 Comments: