২০৬ নং- সুওয়াল : পায়খানাতে কিভাবে প্রবেশ করতে হয়? এবং প্রবেশ করার আগে কি পড়তে হয়?


সুওয়াল : পায়খানাতে কিভাবে প্রবেশ করতে হয়? এবং প্রবেশ করার আগে কি পড়তে হয়?
জাওয়াব : পায়খানায় প্রবেশের পূর্বে হাতে যদি এমন আংটি অথবা তাবিজ থাকে, যার মধ্যে মহান আল্লাহ তায়ালা উনার নাম লেখা অথবা এমন তসবীহ্, যাতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক লেখা রয়েছে, তা খুলে রেখে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় বাম পা, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়। প্রবেশ করার সময় আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবিস ওয়াল খাবাইস পড়তে হয়, আর বের হয়ে গুফরানাকা আল্ হামদুলিল্লা হিল্লাযি আযহাবা আন্নিল আযা ওয়া আফানী পড়তে হয়। (ফতওয়ায়ে আলমগীরী, ফতওয়ায়ে নূরুল ইজাহ)
আবা-১৮

0 Comments: