২০৪ নং- সুওয়াল : মুরগী যবেহ করার সময় যদি মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ঐ মুরগীর গোস্ত খাওয়া সম্পর্কে মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে কোন নিষেধ আছে কি?


সুওয়াল : মুরগী যবেহ করার সময় যদি মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ঐ মুরগীর গোস্ত খাওয়া সম্পর্কে মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে কোন নিষেধ আছে কি?
জাওয়াব: মুরগী যবেহ করার সময় যদি মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে যবেহ-এর সুন্নাত আদায় না হওয়ার কারণে মাকরূহ্ তানযীহী হবে। কিন্তু গোস্ত খাওয়াতে কোন অসুবিধা নেই, গোস্ত খাওয়া সম্পূর্ণরূপে হালাল হবে।
 আবা-১৮

0 Comments: