২০১ নং- সুওয়াল: আপনাদের মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ফতওয়া দিয়েছেন- হরতাল, লংমার্চ ইত্যাদি নাজায়েয। যদি হরতাল, লংমার্চ ইত্যাদি নাজায়েযই হয়, তবে যারা সম্মানিত ইসলামী শরীয়ত তথা দ্বীন ইসলাম উনার বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমরা কিরূপ ব্যবস্থা নিব?


সুওয়াল: আপনাদের মাসিক আল বাইয়্যিনাত পত্রিকায় ফতওয়া দিয়েছেন- হরতাল, লংমার্চ ইত্যাদি নাজায়েয। যদি হরতাল, লংমার্চ ইত্যাদি নাজায়েযই হয়, তবে যারা সম্মানিত ইসলামী শরীয়ত তথা দ্বীন ইসলাম উনার বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমরা কিরূপ ব্যবস্থা নিব?
জাওয়াব: আমরা লংমার্চ হরতাল ইত্যাদি হারাম হওয়া সম্পর্কে যে ফতওয়া দিয়েছি, তা সম্পূর্ণরূপে পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের অকাট্য দলীল-আদিল্লার ভিত্তিতে দিয়েছি, কোন মনগড়া ফতওয়া নয়। যারা সম্মানিত দ্বীন ইসলাম উনার বিদ্বেষী এবং যারা সম্মানিত দ্বীন ইসলাম উনার বিরুদ্ধে বক্তব্য মন্তব্য পেশ করে থাকে বা কিছু লিখে থাকে, তাদের শাস্তি অবশ্যই দিতে হবে। তবে তা ইসলামী শরীয়তসম্মত পদ্ধতিতে হতে হবে। বিধর্মীদের কোন প্রবর্তিত আইন বা পদ্ধতি অনুযায়ী করা যাবেনা।
আবা-১৮

0 Comments: