২১৫ নং- সুওয়াল : আজকাল অনেক ইমাম ছাহেবদের দেখা যায়, তারা ডান দিকের সালাম কম আওয়াজে বলে এবং বাম দিকের সালামে বেশী আওয়াজে বলে, এটা কি ঠিক?


সুওয়াল : আজকাল অনেক ইমাম ছাহেবদের দেখা যায়, তারা ডান দিকের সালাম কম আওয়াজে বলে এবং বাম দিকের সালামে বেশী আওয়াজে বলে, এটা কি ঠিক?
জাওয়াব : না, এটা ঠিক নয়। বরং সুন্নত হলো- ডান দিকের সালামের তুলনায় বাম দিকের সালামে একটু কম আওয়াজে বলতে হবে। (আলমগীরী, নূরুল ইজাহ ইত্যাদি)
আবা-১৮

0 Comments: