১৮২ নং- সুওয়াল : পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা কি? অনেকে বলে থাকে পুরুষের জন্য চার আনা পরিমাণ স্বর্ণ জায়েয, এটা কি সঠিক?


সুওয়াল : পুরুষের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা কি? অনেকে বলে থাকে পুরুষের জন্য চার আনা পরিমাণ স্বর্ণ জায়েয, এটা কি সঠিক?
জাওয়াব : পুরুষের জন্য এক রত্তি পরিমাণ স্বর্ণ ব্যবহার করাও জায়েয নেই, সম্পূর্ণ হারাম। যারা বলে পুরুষের জন্য চার আনা পরিমাণ স্বর্ণ ব্যবহার করা জায়েয, তাদের এ কথার কোন ভিত্তি নেই, এটা তাদের কল্পনা ও অজ্ঞতাপ্রসুত বক্তব্য। (হিদায়া, ফতহুল ক্বাদীর, আইনুল হিদায়া, কিতাবুল ফিক্বাহ্ আলা মাযাহিবিল আরবায়া, আলমগিরী, বাহরুর রায়েক ইত্যাদি)
আবা-১৭

0 Comments: