৫৯২ নং- সুওয়াল : মৃত গরু-ছাগেলর চামড়া বিক্রয় করা জায়িয হবে কিনা?


সুওয়াল : মৃত গরু-ছাগেলর চামড়া বিক্রয় করা জায়িয হবে কিনা?
জাওয়াব : খারি লবন ইত্যাদি দ্বারা চামড়া পরিষ্কার করে দাবাগাত করার পরে ওটা বিক্রয় করা জায়িয রয়েছে। দাবাগাত করা ছাড়া উক্ত চামড়া বিক্রয় করা জায়িয নেই।
পবিত্র বুখারী শরীফ ও পবিত্র মুসলিম শরীফ উনাদের মধ্যে বর্ণিত আছে, উম্মুল মুমিনীন, হযরত মায়মুনা আলাইহাস সালাম উনার একজন আযাদ করা দাসীর একটি ছাগল মারা গিয়েছিল। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওটার চামড়া খুলে দাবাগাত করে ব্যবহার করার আদেশ দিয়েছিলেন। পবিত্র বুখারী শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে, উম্মুল মুমিনীন হযরত ছওদা আলাইহিস সালাম তিনি একটি মৃত ছাগেলর চামড়া খুলে দাবাগাত করে মশক বানিয়েছিলেন। কাজেই এর দ্বারা বুঝা যায়, মৃত ছাগল বা গরুর চামড়া ব্যবহার বা বিক্রয় করা জায়িয রয়েছে। তবে শর্ত হলো ওটা দাবাগাত করে নিতে হবে। দাবাগাত ছাড়া জায়িয নেই। (পবিত্র বুখারী শরীফ, পবিত্র মুসলিম শরীফ, ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-৩৩

0 Comments: