৬২৬ নং- সুওয়াল : কোন পীর সাহেব কি তার মহিলা মুরীদদেরকে পর্দার আড়াল থেকে যিকির শিক্ষা দিতে পারবেন?


সুওয়াল : কোন পীর সাহেব কি তার মহিলা মুরীদদেরকে পর্দার আড়াল থেকে যিকির শিক্ষা দিতে পারবেন?
জাওয়াব : হ্যাঁ, অবশ্যই পারবেন। পুরুষদের জন্য যেরূপ জরুরত আন্দাজ ইলমে তাসাউফ শিক্ষা করা ফরয, সেরূপ মহিলাদের জন্যও ইলমে তাসাউফ শিক্ষা করা ফরয। আর এ ইলমে তাসাউফ শিক্ষা করতে হলে পীর সাহেবের নিকট বায়াত হতে হবে এবং তার সংশ্লিষ্ট যিকির-আযকারও শিক্ষা গ্রহণ করতে হবে।
অতএব, পীর সাহেবগণ যেমন উনার পুরুষ মুরীদগণকে ওয়াজ-নসীহত, তালীম-তলক্বীন করেন ও যিকির- আযকার শিক্ষা দিয়ে থাকেন, তদ্রুপ মহিলাদেরকেও পর্দার আড়াল থেকে ওয়াজ-নসীহত, তালীম-তালক্বীন করা ও যিকির-আযকার শিক্ষা দেয়া ইত্যাদি সবকিছুই করতে পারবেন।
আবা-৩৪

0 Comments: