৫৯৯ নং- সুওয়াল : আক্বীকার পশুর হাড় বা হাড্ডি খাওয়া জায়িয কি? অনেকে বলে থাকে, সন্তানের নামে যে পশু আক্বীকা দেয়া হয়, তার গোশত পিতা-মাতা খেতে পারবে না, এটা শরীয়তসম্মত কিনা জানালে খুশী হবো।


সুওয়াল : আক্বীকার পশুর হাড় বা হাড্ডি খাওয়া জায়িয কি? অনেকে বলে থাকে, সন্তানের নামে যে পশু আক্বীকা দেয়া হয়, তার গোশত পিতা-মাতা খেতে পারবে না, এটা শরীয়তসম্মত কিনা জানালে খুশী হবো।
জাওয়াব : আক্বীকার পশুর হাড় বা হাড্ডি খাওয়া জায়িয আছে। যেসব হাড্ডি খাওয়ার উপযুক্ত, সেগুলি খেয়ে ফেলবে। আর যেসব হাড্ডি খাওয়ার উপযুক্ত নয়, সেগুলি মাটিতে পুঁতে রাখা আফযল।
হ্যাঁ, আক্বীকার গোশত পিতা-মাতা খেতে পারবে, এটাই শরীয়তসম্মত। (সমূহ ফিক্বাহর কিতাব)
আবা-৩৩

0 Comments: