৫৮০ নং- সুওয়াল : মাযহাব অমান্যকারী ইমামের পিছনে হানাফী মাযহাবের লোকদের নামায পড়া জায়িয হবে কিনা?


সুওয়াল : মাযহাব অমান্যকারী ইমামের পিছনে হানাফী মাযহাবের লোকদের নামায পড়া জায়িয হবে কিনা?
জাওয়াব : মাযহাব গ্রহণ করা যেহেতু ফরয, সেহেতু লা-মাযহাবীদের পিছনে (তাদের ফরয তরক করে ফাসিক হওয়ার দরুণ) নামায পড়া আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের মতে মাকরূহ্ তাহরীমি।
আবার একদল মাযহাব অমান্যকারী মাযহাব মান্যকারীদেরকে কাফির-মুশরিক বলে থাকে। তাদের পিছনে হানাফিদের নামায পড়া নাজায়িয। আর অন্য একদল মাযহাব অমান্যকারী মহান আল্লাহ্ পাক উনাকে হাত, পা, চক্ষু, কর্ণ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গধারী মনে করে, তাদের পিছনেও নামায পড়া জায়িয নেই।
এছাড়া আরেকদল মাযহাব অমান্যকারী হানাফিদের যে যে বিষয় উযূ নষ্ট হয়, গোসল ওয়াজিব হয়, তাদের মতে ওটাতে উযূ নষ্ট হয় না, গোসল ওয়াজিব হয় না। তাদের পিছনেও হানাফিদের নামায জায়িয হবে না। এরূপ লোকদের পিছনে নামায পড়ে থাকলে নামায দোহরায়ে পড়তে হবে।
আরো একদল রয়েছে, যারা নিজেদেরকে মাযহাব অমান্যকারী বলে দাবী করে অথচ নিজেরা মাযহাব অনুযায়ী আমল করে এবং মাযহাব মান্যকারীদের হক্ব হিসেবে জানে, তাদের পিছনে নামায পড়া জায়িয। (ফতওয়ায়ে আমিনিয়া)
আবা-৩৩

0 Comments: