৬০৯ নং- সুওয়াল : হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার শাহাদাত সম্পর্কে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দোষারোপ করা কতটুকু জায়েয?



সুওয়াল : হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার শাহাদাত সম্পর্কে হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দোষারোপ করা কতটুকু জায়েয?
জাওয়াব : কোন হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু তায়ালঅ আনহুম উনাদেরকে কোন ব্যাপারে দোষী সাব্যস্ত করা জায়িয নেই। সুতরাং কাতিবে ওহী হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে দোষারোপ করা সম্পূর্ণ নাযায়িয। কেননা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা ছাবিত আছে, হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে দোষারোপ করা কুফরী। যেমন- মিশকাত শরীফ উনার বর্ণিত হয়েছে,
من غاطه اصحاب محمد صلى الله عله وسلم فهو كافر.        
অর্থ : যে ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবায়ে ক্বিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে কাফির।
আবা-৩৪

0 Comments: