৫৮৮ নং- সুওয়াল : উযূ করার পর কোন স্ত্রী নিজ সন্তানকে দুগ্ধ পান করালে উযূ নষ্ট হবে কি?


সুওয়াল : উযূ করার পর কোন স্ত্রী নিজ সন্তানকে দুগ্ধ পান করালে উযূ নষ্ট হবে কি?
জাওয়াব : উযূ নষ্ট হবেনা। তবে যদি কোন স্ত্রীলোক নামায পড়ার সময় সন্তান তার স্তন চুষে দুধ বের করে খায়, তবে তার নামায বাতিল হয়ে যাবে। কিন্তু দুধ বের না হলে নামায ভঙ্গ হবেনা। আর নামাযরত অবস্থায় তিনবার চুষলে দুধ বের না হলেও নামায বাতিল হয়ে যাবে। (আলমগিরী, ফতওয়ায়ে আমিনিয়া)
আাব-৩৩

0 Comments: