৬২৭ নং- সুওয়াল : বর্তমানে হজ্ব করতে হলে ছবি তুলতে হয়। হজ্বের জন্য এ ছবি তোলা জায়েয আছে কি?


সুওয়াল : বর্তমানে হজ্ব করতে হলে ছবি তুলতে হয়। হজ্বের জন্য এ ছবি তোলা জায়েয আছে কি?
জাওয়াব : ছবি তোলা, আঁকা উভয়টিই হারাম। হজ্বের জন্যই হোক বা অন্য কোন প্রয়োজনে যেমন- ব্যবসা, চাকুরী ও নানা প্রকার লাইসেন্স, পারমিট, পাসপোর্ট ইত্যাদির জন্যই হোক না কেন, সর্বাবস্থায় শরীয়তে ছবি তোলা ও আঁকা হারাম।
বর্তমানে পৃথিবীর কোথাও ইসলামী খেলাফত কায়েম নেই, যার কারণে ইসলামী আইনও সম্পূর্ণভাবে জারীও নেই। ইসলামী আইন জারী না থাকার কারণে পৃথিবীর প্রতিটি দেশেই প্রবেশ করতে হলে ছবিসহ পাসপোর্ট দেখিয়ে অনুমতি গ্রহণ করতে হয়। হজ্বের জন্যও ছবিসহ পাসপোর্টের নিয়ম করা হয়েছে। ছবিসহ পাসপোর্টের এ নিয়ম করাটা শরীয়তের খেলাফ হয়েছে।
শরীয়ত উনার উসূল হচ্ছে- পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াস উনাদের দৃষ্টিতে যেসব কাজ ফরয ওয়াজিবের অন্তর্ভুক্ত, তা পালন করার পূর্বশর্ত হিসেবে যদি কোন ব্যক্তিকে অনিচ্ছা সত্বেও শরীয়ত উনার খিলাফ কাজ করতে বাধ্য করা হয়, তখন সে শরীয়ত উনার দৃষ্টিতে মাজুর বা অপারগ বলে গণ্য হয়। এ সম্পর্কে ফিক্বাহের কিতাবে উল্লেখ করা হয়েছে,
الديوث لا يدخل الجنة.
অর্থ : জরুরত হারামকে মুবাহ করে দেয়।
মূলতঃ ছবি তোলা, ছবি আঁকা সর্বাবস্থায়ই হারাম কিন্তু মাজুর হওয়ার কারণে হজ্ব ও অন্যান্য জরুরতে ছবি ব্যবহার করাকে মুবাহ করা হয়েছে।
[ছবি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার ৫ম, ৬ষ্ঠ ও ৭ম সংখ্যা পড়ুন]
আবা-৩৪

৫নং- ছবি ফতোয়া

0 Comments: