৫৭৩ নং- সুওয়াল : কোন ব্যক্তি যদি ফরয নামায শুরু করে আর এ অবস্থায় যদি ঐ নামাযের জামায়াত শুরুহয়, তাহলে সে কি করবে?


সুওয়াল : কোন ব্যক্তি যদি ফরয নামায শুরু করে আর এ অবস্থায় যদি ঐ নামাযের জামায়াত শুরুহয়, তাহলে সে কি করবে?
জাওয়াব : নামায যদি দুই বা তিন রাকায়াত বিশিষ্ট হয়, আর মুছল্লী যদি তখনও দ্বিতীয় রাকায়াতের সিজদা না করে থাকে, তাহলে তৎক্ষণাৎ সালাম ফিরায়ে জামায়াতে শামিল হবে। আর মুছল্লী যদি দ্বিতীয় রাকায়াতের সিজদা করে থাকে, তবে ঐ নামাযই পুরা করবে। জামায়াতে শামিল হতে হবেনা।
আর নামায যদি চার রাকায়াত বিশিষ্ট হয় এবং মুসুল্লী যদি প্রথম রাকায়াতের সিজদা না করে থাকে, তাহলে তৎক্ষণাৎ ডান দিকে এক সালাম ফিরায়ে জামায়াতে শামিল হবে। মুছল্লী যদি এক সিজদাও করে থাকে, তাহলে তাকে দুরাকায়াত পূর্ণ করে সালাম ফিরায়ে জামায়াতে শামিল হতে হবে।
মুছল্লী যদি দুরাকায়াত পূর্ণ করে তৃতীয় রাকায়াতের জন্য দাঁড়িয়ে যায় এবং তৃতীয় রাকায়াতের সিজদা না করে থাকে, তাহলে দাঁড়ানো অবস্থায়ই সালাম ফিরায়ে জামায়াতে শামিল হবে। আর মুছল্লী যদি তৃতীয় রাকায়াতের সিজদা করে থাকে, তাহলে তাকে নামায না ছেড়ে চার রাকায়াতই পূর্ণ করতে হবে।
নামায যদি যোহর ও এশা হয়, তাহলে চার রাকায়াত পূর্ণ করে সালাম ফিরায়ে জামায়াতে শামিল হবে। নামায যদি আসর হয়, তাহলে জামায়াতে শামিল হতে হবেনা। (সমূহ ফিক্বাহর কিতাব)

আবা-৩২

0 Comments: