৫৫৫ নং- সুওয়াল : ই’তেকাফ করার ফযীলত কতটুকু?


সুওয়াল : ইতেকাফ করার ফযীলত কতটুকু?
জাওয়াব : হাদীছ শরীফ-এ উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি রমযান শরীফের শেষ দশদিন (সুন্নতে মুয়াক্কাদায়ে ক্বিফায়া) ইতিকাফ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে দুটি হজ্জ ও দুটি উমরাহ করার সমতুল্য সওয়াব দান করবেন।
আরো উল্লেখ করা হয়েছে যে, মহান আল্লাহ পাক তিনি তার পিছনের গুনাহখাতা ক্ষমা করে দিবেন।
আরো বর্ণিত রয়েছে, যে একদিন ইতেকাফ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে জাহান্নাম থেকে তিন খন্দক দূরে রাখবেন, প্রতি খন্দকের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা।
আবা-৩১

0 Comments: