৫৩৫ নং- সুওয়াল : রোযা অবস্থায় রক্ত বের হলে রোযা ভঙ্গ হবে কিনা, জানার বাসনা রাখি।


সুওয়াল : রোযা অবস্থায় রক্ত বের হলে রোযা ভঙ্গ হবে কিনা, জানার বাসনা রাখি।
জাওয়াব : রোযা অবস্থায় রক্ত বের হলে রোযা ভঙ্গ হয় না। একটা উসূল মনে রাখতে হবে, তাহলো- ওযু অবস্থায় শরীরে কিছু প্রবেশ করলে ওযূ ভঙ্গ হয় না বরং বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়। আর রোযা অবস্থায় শরীরের ভিতর কিছু প্রবেশ করলে বা করালে রোযা ভঙ্গ হয়, কিছু বের হলে অর্থাৎ রক্ত, পুজ ইত্যাদি বের হওয়ার কারণে রোযা ভঙ্গ হয় না, তা কম হোক আর বেশি হোক। (আলমগীরী, হেদায়া।)
আবা-৩১

0 Comments: