৫৫২ নং- সুওয়াল : কি কি কারণে ই’তেকাফ ভঙ্গ হয়?


সুওয়াল : কি কি কারণে ইতেকাফ ভঙ্গ হয়?
জাওয়াব : কোন ইতেকাফকারী ব্যক্তি যদি মসজিদ (ইতেকাফের স্থান) হতে শরয়ী কারণ ব্যতীত এক মুহূর্তের জন্য বের হয়, চাই ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, তার ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে।
মুতাকিফ বা ইতেকাফকারী যে যে কারণে বের হতে পারবে বা তার জন্য জায়িয রয়েছে, তা হচ্ছে- (১) ওযূ, (২) ইস্তেঞ্জা, (৩) ফরয গোসল, (৪) যদি খাদ্য পৌঁছানোর জন্য কোনো লোক না থাকে, তবে সে নিজে খেয়ে আসতে পারবে, (৫) ইতেকাফকারী যে স্থানে ইতেকাফ করেছে, সেটা যদি ওয়াক্তীয়া মসজিদ হয়, যাতে জুমুয়ার নামায হয়না, তাহলে সে জুমুয়ার নামায পড়ার জন্য অন্য কোন মসজিদে গিয়ে জুমুয়ার নামায পড়ে আসতে পারবে ইত্যাদি।
আবা-৩১

0 Comments: