৫৬৭ নং- সুওয়াল : যে ইমাম সাহেব টিভিতে শুধু খবরের অনুষ্ঠান দেখে, তার পিছনে নামায ঠিক হবে কিনা?


সুওয়াল : যে ইমাম সাহেব টিভিতে শুধু খবরের অনুষ্ঠান দেখে, তার পিছনে নামায ঠিক হবে কিনা?
জাওয়াব : টিভি দেখা হারাম। কারণ টিভির মূল বিষয় হচ্ছে ছবি। আর ছবি তোলা, আঁকা, দেখা সম্পূর্ণই হারাম। কারণ বুখারী শরীফ-এ বর্ণিত হয়েছে,
ان اشد الناس عذابا يوم القيامة المصورون.
অর্থ : নিশ্চয়ই ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তির কঠিন শাস্তি হবে, যে ছবি আঁকে বা ছবি তোলে।
আর মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,                  
تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الائم والعدوان.
অর্থ : তোমরা নেকী ও পরহেযগারীর মধ্যে সাহায্য কর, পাপে ও শত্রুতার মধ্যে সাহায্য করোনা।
যারা টেলিভিশন দেখে, তারা নিজেরা যেমন পাপ কাজ করে, তদ্রুপ মানুষকে পাপ কাজে সাহায্য করে থাকে।
অতএব কোন ইমাম সাহেব যদি টেলিভিশন দেখে, তা খবরের অনুষ্ঠানই হোক বা অন্য যেকোন অনুষ্ঠানই হোক, তাহলে সে হারাম কাজ করলো। যে হারাম কাজ করে সে হলো ফাসিক। আর ফাসিকের পিছনে নামায পড়া মাকরূহ তাহরীমী।
[ছবি, টিভি, ভিসিআর ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার ৫ম, ৬ষ্ঠ ও ৭ম সংখ্যা পড়ুন। ]
আবা-৩২

৫নং- ছবি ফতোয়া

0 Comments: