৬৬০ নং- সুওয়াল : যে ব্যক্তি নিজের ফরয হজ্ব আদায় করেনি, সে ব্যক্তি বদলি হজ্ব করতে পারবে কি?


সুওয়াল : যে ব্যক্তি নিজের ফর হজ্ব আদায় করেনি, সে ব্যক্তি বদলি হজ্ব করতে পারবে কি?
জাওয়াব : আমাদের হানাফী মাযহাব মোতাবেক- যে ব্যক্তি তার নিজের ফর হজ্ব আদায় করেনি, অর্থাৎ যার উপর আর্থিক সামর্থ্য না থাকার কারণে হজ্ব ফর হয়নি। এ ধরণের কোন ব্যক্তি বদলি হজ্ব করা মাকরূহ তানযীহী। আর যে ব্যক্তি নিজের ফর হজ্ব আদায় করেনি অথচ তার আর্থিক সামর্থ্য রয়েছে, এ ধরণের কোন ব্যক্তি বদলি হজ্ব করা মাকরূহ তাহরীমী। আর যে ব্যক্তি নিজের ফর হজ্ব আদায় করেছে, এরূপ ব্যক্তি বদলি হজ্ব করা উত্তম। তবে প্রথমোক্ত দুধরণের ব্যক্তির বদলি হজ্ব করা মাকরূহ হলেও আমাদের হানাফী মাযহাব মোতাবেক তারা বদলি হজ্ব করলে, হজ্ব আদায় হয়ে যাবে। যদিও অন্য মাযহাব মতে- যে নিজের ফরজ হজ্ব আদায় করেনি, এরূপ ব্যক্তির বদলি হজ্ব করা জায়েয নেই। (ফতহুল মুলহিম, বজলূল মাজহুদ)
আবা-৩৬ 

0 Comments: