৬৬৯ নং- সুওয়াল : মসজিদে জামায়াত হয়ে গেলে বা জামায়াত ফউত হলে বাড়িতে স্ত্রীর সাথে জামায়াত করা যাবে কি?


সুওয়াল : মসজিদে জামায়াত হয়ে গেলে বা জামায়াত ফউত হলে বাড়িতে স্ত্রীর সাথে জামায়াত করা যাবে কি?

জাওয়াব : হ্যাঁ, মসজিদে জামায়াত ফউত হয়ে গেলে স্ত্রীর সাথে জামায়াত করে নামা আদায় করতে পারবে। তবে শর্ত হলো- স্বামী, স্ত্রী একই কাতারে দাঁড়াতে পারবে না। বরং স্ত্রী, স্বামীর পিছনের কাতারে দাঁড়াবে। (সমূহ ফিক্বাহ কিতাব) 
আবা-৩৭ 

0 Comments: