৬৯৯ নং- সুওয়াল : আক্বীক্বা করা কি? তার গোশত বাবা-মা এবং যার নামে দেয়া হয়, সে খেতে পারবে কি? আক্বীক্বাতে ছেলে ও মেয়ের জন্য কি জবেহ করতে হবে?

 

সুওয়াল : আক্বীক্বা করা কি? তার গোশত বাবা-মা এবং যার নামে দেয়া হয়, সে খেতে পারবে কি? আক্বীক্বাতে ছেলে ও মেয়ের জন্য কি জবেহ করতে হবে?

জাওয়াব : আক্বীক্বা করা সুন্নতে যায়েদা বা মুস্তাহাব। আক্বীক্বার পশুর গোশতের হুকুম কুরবাণীর পশুর গোশতের ন্যায়। সুতরাং কুরবাণীর গোশত যেমন পিতা-মাতা বা যার নামে কুরবাণী দেয়া হয়, সবাই খেতে পারে, তদ্রুপ আক্বীক্বার গোশতও সবাই খেতে পারবে।

আর কুরবাণীর পশুর যে যে শর্ত, আক্বীক্বার পশুরও সেই সেই শর্ত। তবে ছেলের জন্য খাসী, ভেড়া, দুম্বা হলে ২টি পশু দিতে হবে এবং মেয়ের জন্য ১টি দিতে হবে। আর গরু, মহিষ, উট হলে ছেলের জন্য দুনাম, আর মেয়ের জন্য এক নাম দিতে হবে। (আলমগীরী, শামী, দুররুল মুখতার, আইনুল হেদায়া, বেনায়া ইত্যাদি)

আবা-৩৯

0 Comments: