৬৯৪ নং- সুওয়াল : ইমাম সাহেব যদি জানাযার নামাযে ভুলে পাঁচ তাকবীর বলে ফেলে, তবে পুণরায় নামায দোহরাতে হবে কি?

 

সুওয়াল : ইমাম সাহেব যদি জানাযার নামাযে ভুলে পাঁচ তাকবীর বলে ফেলে, তবে পুণরায় নামায দোহরাতে হবে কি?

জাওয়াব : না, ইমাম সাহেব জানাযার নামাযে ভুলে চার তাকবীরের বেশী বলে ফেললেও পুণরায় নামায দোহরাতে হবে না। ইমাম সাহেব যদি ভুলে পাঁচ তাকবীর বলে ফেলে, তাহলে মুক্তাদীগণ তার সাথে উক্ত তাকবীর না বলে চুপ করে থাকবে এবং ইমাম সাহেব সালাম ফিরালে একসাথে তারাও সালাম ফিরাবে। (হিদায়া, এনায়া কিফায়া, আলমগীরী, তাবঈনুল হাক্বায়েক্ব ইত্যাদি)

আবা-৩৯

0 Comments: