৭১০ নং- সুওয়াল : হাফ হাতা জামা যার কুনুই খোলা থাকে, এমন জামা পরিধান করে নামায পড়লে নামাজের কোন ক্ষতি হবে কিনা জানাবেন।

 

সুওয়াল : হাফ হাতা জামা যার কুনুই খোলা থাকে, এমন জামা পরিধান করে নামা পড়লে নামাজের কোন ক্ষতি হবে কিনা জানাবেন।

জাওয়াব : হাফ হাতা জামা, যার কুনুই খোলা থাকে, এমন জামা পরিধান করে নামা পড়া মাকরূহ তাহরীমী। এমনকি পুরো হাতা জামার আস্তিন গুটিয়ে কুনুই খোলা রেখে নামা পড়লেও নামা মাকরূহ তাহরীমী হবে। (শামী, মারাকিউল ফালাহ)

আবা-৪০

0 Comments: