৭০৯ নং- সুওয়াল : সন্তান মৃত অবস্থায় জন্মিলে নাম রাখা, দাফন-কাফন করা, আক্বীক্বা করা ইত্যাদির মাসয়ালা কি? জানতে ইচ্ছুক।

 

সুওয়াল : সন্তান মৃত অবস্থায় জন্মিলে নাম রাখা, দাফন-কাফন করা, আক্বীক্বা করা ইত্যাদির মাসয়ালা কি? জানতে ইচ্ছুক।

জাওয়াব : সন্তান যদি মৃত অবস্থায় জন্ম গ্রহণ করে, তবে তার নামও রাখতে হবে এবং গোসলও দিতে হবে। কিন্তু গোসল সুন্নত মোতাবেক দেয়া শর্ত নয় এবং জানাযার নামা পড়তে হবে না। আর নিয়ম অনুযায়ী কাফন পড়ানো এবং দাফন করাও শর্ত নয়, শুধু একখানা  কাপড় জড়িয়ে দাফন করলেই চলবে। যে সন্তানের নাম রাখা শর্ত, সে সন্তানের আক্বীক্বা করাও সুন্নতে যায়েদা বা মুস্তাহাবের অন্তর্ভূক্ত। (শামী, বাহরুর রায়েক, রদ্দুল মোহতার, দুররুল মোখতার, শরহে মাযমাউল আনহোর, তাহ্তাবী, মারাকিউল ফালাহ)

আবা-৪০

0 Comments: