হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার পেছনে সরাসরি ইয়াযিদ দায়ী এ কথার সাক্ষী স্বয়ং ইয়াযিদের পুত্র মুয়াবিয়া ইবনে ইয়াযিদ।
সে সরাসরি খুৎবা দিয়ে এই কথা ঘোষনা করে,
ثمّ قلّد أبى يزيد بن معاوية الأمر وكان غير أهل له و نازع ابن بنت رسول الله صلّى الله عليه (وآله) وسلّم، فقصف عمره، وانبتر عقبه، وصار فى قبره رهينا بذنوبه، ثمّ بكى وقال: مِنْ أعظم الأمور علينا علمنا بسوء مصرعه وبؤس منقلبه، وقد قتل عترة رسول الله صلّى الله عليه وسلم، وأباح الخمر وخرّب الكعبة، ولم أذق حلاوة الخلافة فلا أتقلّد مرارتها، فشأنكم أمركم
“তারপর আমার পিতা (ইয়াযিদ) ক্ষমতা দখল করল। আর সে কোনভাবেই এর যোগ্য ছিলো না।
সে হযরত রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ের ছেলের সাথে দ্বন্দ করেছে। সে হযরত রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতীকে শহীদ করেছে। এরপর সে তার জীবনের গুনাহ নিয়ে কবরে গিয়েছে। এরপর তিনি (মুয়াবিয়া ইবনে ইয়াযিদ) কাঁদতে লাগলেন । আমরা জানি তার (ইয়াযিদের) কত জঘন্যতম মৃত্যু হয়েছে। সে রসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বংশধরকে শহীদ করেছে এবং মদকে হালাল করেছে ও ক্বাবা শরীফ ধ্বংস করেছে । আর এ কারনে সে খিলাফাতের মিষ্টতার স্বাদ পায়নি। সুতরাং এটার (শাসনের) তিক্ততাকে আবার তোমরা নতুন করে বানিওনা আমার মাধ্যমে।”
(দলীল: আস-সাওয়ায়িকুল মুহাররিকা ৬০১- ৬০২ পৃষ্ঠা
লেখক: হযরত ইবনে হাজার হায়তামী শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি)
যেখানে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার জন্য ইয়াযিদকে সরাসরি দায়ী করছে তার নিজের ছেলে সেখানে ইয়াযিদকে দায়ী প্রমাণ করতে আর কিসের দলীল লাগে?
0 Comments:
Post a Comment