ইয়াযিদকে লা’নত করা খাছ সুন্নত। স্বয়ং হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে ইয়াযিদের ব্যাপারে লা’নত করেছেন।
عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: (يزيد، لا بارك الله في يزيد الطعان اللعان، أما انه نعي الي حبيبي حسين، أتيت بتربته، ورأيت قاتله، أما انه لا يقتل بين ظهراني قوم، فلا ينصرونه الا عمهم الله بعقاب
অর্থ : “হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আয় আল্লাহ পাক! আপনি ইয়াযীদের উপর থেকে বরকত তুলে নিন, তার উপর আপনি লা’নত বর্ষণ করুন! আমার নিকট আমার অতি প্রিয় সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের সংবাদ নিয়ে আসা হয়েছে এবং তিনি যেই জায়গায় শাহাদাত গ্রহণ করবেন, সেই জায়গার মাটি আমার কাছে পেশ করা হয়েছে। আর উনাকে যে শহীদ করবে, আমি সেই সর্বনিকৃষ্ট মাল’ঊন, মারদূদ ব্যক্তিটিকে দেখিছি। সাবধান! তিনি নির্জন এলাকায় শাহাদাত গ্রহণ করবেন এবং ওই সময় উনার খিদমত এ কেউ এগিয়ে আসবে না। তবে উনার শাহাদাতের সাথে যারা জড়িত থাকবে, মহান আল্লাহ পাক তাদেরকে ব্যাপকভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন।” (জামি’উল আহাদীছ লিস সুয়ূত্বী ২৪/১২৬: হাদীস ২৬৭৮২, কানযুল উম্মাল ১২/১২৮: হাদীস ৩৪৩২৪ জাম’উল জাওয়ামি’ লিস সুয়ূত্বী ১ম খ, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১০/৮৯, ইবনে আসাকির)
আয় আল্লাহ পাক ইয়াযিদ ও তার সমর্থকদের প্রতি লা’নত বর্ষন করুন। তাদের সর্ব নিকৃষ্ট শাস্তি প্রদান করুন।
0 Comments:
Post a Comment