কারবালার ঘটনার জন্য ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (৩)

কারবালার ঘটনার জন্য ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (৩)

-------------------------------------------------------------------------
ইয়াযিদ যে লা’নতের যোগ্য কাট্টা কাফির সে বিষয়ে পরিষ্কার হাদীছ শরীফে বর্ণিত আছে। হাদীছ শরীফের বিখ্যাত গ্রন্থ “মুসনাদে আবু ইয়ালা” শরীফে এ বিষয়ে পরিষ্কার হাদীছ শরীফ বর্ণিত আছে।
عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لاَ يَزَالُ أَمْرُ أُمَّتِي قَائِمًا بِالْقِسْطِ حَتَّى يَكُونَ أَوَّلَ مَنْ يَثْلِمُهُ رَجُلٌ مِنْ بَنِي أُمَيَّةَ يُقَالُ لَهُ : يَزِيدُ
অর্থ: আমার উম্মত ততদিন পর্যন্ত ভালো থাকবে যতদিন পর্যন্ত বনু উমাইয়া গোত্রের ‘ইয়াযিদ’ নামক এক লোক তা ধ্বংস করে দিবে। (মুসনাদে আবি ইয়ালা ২য় খন্ড ১৭৬ পৃষ্ঠা; হাদীছ নং ৮৭১)
এ হাদীছ শরীফ থেকে প্রমাণ হলো দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্যই ইয়াযিদের আর্বিভাব হবে। সূতরাং ইয়াযিদের প্রতি লা’নত করার দলীল এখান থেকেই পাওয়া যায়।
উপরোক্ত হাদীছ শরীফখানা উল্লেখ আছে,
(সাওয়ায়িকুল মুহাররিকা ২/৬৩২, ফয়দ্বুল ক্বাদীর শরহে জামিউছ ছগীর ৩/১২২, মাজমাউয যাওয়ায়িদ ৫/২৯২, জামিউছ ছগীর মিন হাদীছি বাশির ওয়ান নাজির ১/২৪৪, মুসনাদুল হারীছ ২/৬৪২: ৬১৬, জামেউ জাওয়ামে ১৮৬৯, সিয়ারু আলাম নুবালা ৭/৩৯, লিসানুল মিজান ৮/৫০৭, খাছায়েছুল কুবরা ২/২১০, সুবলুল হুদা ওয়ার রাশাদ ১০/৮৯, বিদায়া ওয়ান নিহায়া ৮/২৫৩, তারিখুল ইসলাম লি ইমাম যাহাবী ৩/১৮০, তারিখুল খুলাফা ১/১৮২, মুখতাছারু তারিখু দিমাষ্ক ৮/২৩৮)
হাদীছ শরীফের সনদ সহীহ। উক্ত হাদীছ শরীফ থেকে ইয়াযিদের কুফরী বিষয়ে ভবিষ্যৎবানী পাওয়া গেলো। (চলবে.......)

0 Comments: