৩২৪ নং- সুওয়াল -এক জুময়ার নামায শেষে ইমাম সাহেব সমবেত মুসল্লীগণকে জিজ্ঞেস করলেন, আপনারা সিজদায় আগে নাক দেন, না কপাল দেন? আমি এবং অন্যান্য মুসুল্লীগণ সমস্বরে বললাম, নাক আগে, পরে কপাল। তিনি বললেন, কপাল আগে পরে নাক। উঠার সময় আগে কপাল পরে নাক। কথা হলো আল্লাহ পাক উনার নিকট একটি সিজদার মূল্য অনেক। সেমতে সহীহ শুদ্ধ তরীকা কোনটি?


সুওয়াল - মাসিক মদীনা, ফেব্রুয়ারী/৯৫ নিম্নলিখিত প্রশ্নটি ছাপানো হয়।
প্রশ্নঃ- এক জুময়ার নামায শেষে ইমাম সাহেব সমবেত মুসল্লীগণকে জিজ্ঞেস করলেন, আপনারা সিজদায় আগে নাক দেন, না কপাল দেন? আমি এবং অন্যান্য মুসুল্লীগণ সমস্বরে বললাম, নাক আগে, পরে কপাল। তিনি বললেন, কপাল আগে পরে নাক। উঠার সময় আগে কপাল পরে নাক। কথা হলো আল্লাহ পাক উনার নিকট একটি সিজদার মূল্য অনেক। সেমতে সহীহ শুদ্ধ তরীকা কোনটি?
উত্তরঃ- সিজদার সময় মাটিতে অঙ্গ স্থাপন করার শুদ্ধতম ধারাবাহিকতা হচ্ছে প্রথমে কপাল স্থাপন করতে হবে। উঠার সময় প্রথমে নাক, তারপর কপাল, তারপর হাত ও সর্বশেষ হাঁটু উঠবে। অর্থাৎ সিজদায় যাওয়ার সময় নীচের দিক শুরু করতে হবে এবং উঠার সময় উপরের দিক থেকে শুরু হবে।
জাওয়াব ঃ- মদীনা পত্রিকায় বর্ণিত উপরোক্ত তরীকা বা নিয়ম সুন্নাতের পরিপন্থী। মদীনা সম্পাদকের মনগড়া মতামত যা ভুল ও পরিত্যাজ্য।  সিজ্দায় যাওয়ার সময় শুদ্ধতম তরীকা বা নিয়ম হচ্ছে- রুকু থেকে সিজ্দায় যাওয়ার সময় প্রথমে হাঁটু, অতঃপর হাত, অতঃপর নাক ও সর্বশেষে কপাল স্থাপন করতে হবে এবং সিজ্দা থেকে উঠার সময় প্রথমে কপাল, অতঃপর নাক, অতঃপর হাত এবং সর্বশেষে হাঁটু উঠাতে হবে। (সমূহ ফিকাহ্র কিতাব দ্রষ্টব্য)।
আবা-২২

0 Comments: