সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৪০

 

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের-

হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম

উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:

وذكرهم بايام الله ان فى ذلك لايات لكل صبار شكور

অর্থ: “(হে আমার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি তাদেরকে (উম্মতকে) মহান আল্লাহ পাক উনার বিশেষ দিনসমূহের কথা স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই এতে প্রত্যেক ছবরকারী ও শোকরগোযার মানুষের জন্য নিদর্শনাবলী রয়েছে।” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: পবিত্র আয়াত শরীফ: ০৫) সুবহানাল্লাহ!

আইয়্যামুল্লাহ”- এই পবিত্র শব্দ মুবারক উনার অর্থ হচ্ছে মহান আল্লাহ পাক উনার এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাদিয়াকৃত নিয়ামতপূর্ণ ও বরকতসমৃদ্ধ মুবারক দিবসসমূহ। সুবহানাল্লাহ!

এই শব্দ মুবারক দুঅর্থে ব্যবহৃত হয়:

১. কাফির মুশরিকদের ভয়াবহ পরিণতির ঘটনা-সংশ্লিষ্ট দিবসসমূহ।

২. মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাদিয়াকৃত নিয়ামত ও     বরকত-সমৃদ্ধ দিবসসমূহ। এসবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম বরকতময় ও নিয়ামত-সমৃদ্ধ মুবারক দিবস হচ্ছেন পবিত্রতম সাইয়্যিদুল আইয়াদ শরীফ। সুবহানল্লাহ!

কায়িনাতব্যাপী অনন্তকালের জন্য এই পবিত্রতম সাইয়্যিদুল আইয়াদ শরীফ জারিকরণসহ সকল নিয়ামত ও বরকত-সমৃদ্ধ দিবসগুলো সম্পর্কে মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, আসসাফফাহ সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন এবং মুবারক এই দিবসগুলো পালনে তিনি জিন-ইনসানকে অভ্যস্ত করে তুলছেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার এই শ্রেষ্ঠতম তাজদীদ মুবারক উনারও পূর্ণতম মুবারক হিস্যার হক্বদার হলেন উনার মহা সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম তিনি এবং উনার মহা সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম তিনি।। সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা তিনি মানুষকে মর্যাদাবান ও সম্মানিত করেছেন। এই মর্মে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:

لقد كرمنا بنى ادم

অর্থ: অবশ্যই আমি আদম সন্তান উনাদেরকে সম্মানিত করেছি।” (পবিত্র সূরা বানী ইসরাঈল শরীফ: পবিত্র আয়াত শরীফ-৭০)

সাধারণভাবে মানুষ হিসেবে সকলেই সম- মর্যাদাসম্পন্ন। মানুষের মধ্যে যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার মনোনীত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের প্রতি হাক্বীক্বীভাবে ঈমান এনেছেন এবং উনাদের আনুগত্য করেছেন উনারা পৃথকভাবে শ্রেষ্ঠত্বলাভ করেছেন। আর যারা তা করেনি, তারা জাহান্নামের ইন্ধন হয়েছে। নাউযুবিল্লাহ! (চলবে)

আবা-২৫০

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৩৯


 পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের-

হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম

উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম

উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

পবিত্র রাজারবাগ শরীফ উনার মুরীদ মুতাক্বিদ উনারা সকলেই সম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তিবা, অনুসরণ ও অনুকরণ করে থাকেন। জীবন নির্বাহের সকল ক্ষেত্রেই উনারা সম্মানিত সুন্নতপালনে ইস্তিক্বামত। উনাদের মন-মনন, চিন্তা-চেতনা ও অনুভবেও সম্মানিত সুন্নত উনার অভাবিত সংযোগ। সুবহানাল্লাহ!

উনারা সকলেই সূতী চার টুকরা কাপড়ের সুন্নতী টুপি পরেন, পাগড়ী পরেন, পাগড়ীর উপর রুমাল পরেন। উনারা সূতী কাপড়ের নিছফুছাক গুটলীওয়ালা গোল কোর্তা পরিধান করেন। সূতী কাপড়ের ফাড়া সাদা লুঙ্গী পরেন। দুই ফিতা বিশিষ্ট সুন্নতী চামড়ার ক্রস স্যাণ্ডেল পরিধান করেন। সুবহানাল্লাহ!

উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা অনুযায়ী প্রতিটি সম্মানিত সুন্নতের জন্য একশত করে ছাওয়াব হিসেবে প্রত্যেক মুরীদ অসংখ্য শহীদ উনাদের ছাওয়াব হাছিল করছেন। মূলত সকল মুরীদ উনারা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা, রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আপন শায়েখ সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনাদের রিযামন্দি-সন্তুষ্টি, তায়াল্লুক-নিসবত এবং মুহব্বত-মারিফাতলাভে ধন্য হচ্ছেন, অর্থাৎ উনাদের দায়িমী-নৈকট্য হাছিল করছেন। সুবহানাল্লাহ!

মুবারক এ বিষয়টি মূলত ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনার এবং উনার যাওজুম মুকাররাম, আবু মুজাদ্দিদে আযম, ফখরুল আউলিয়া, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কাবা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাদেরই সীমাহীন অবদান এবং উনাদের কারণেই উপকারী ইলম উনার হাক্বীক্বী বাস্তবায়ন। সুবহানাল্লাহ!

বাংলাদেশসহ সমগ্র বিশ্বে হুজ্জাতুল ইসলাম, আন নিমাতুল কুবরা আলাল আলাম, জামিউল আলক্বাব, সুলত্বানুন নাছীর, জাব্বারিউল আউওয়াল, ক্বইউয়্যুল আউওয়াল, আসসাফফাহ, সাইয়্যিদে মুজাদ্দিদ আযম, হাবীবুল্লাহ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার যে দূর্বার তাজদীদ উনার প্রচার, প্রসার ও বাস্তবায়ন, সম্মানিত সুন্নত যিন্দাকরণের ব্যাপক প্রভাব এবং উনার হিদায়েত ও নছীহতের অপ্রতিরোধ্য গতি, সে সবের পরিপূর্ণ হিস্যা মুবারক উনাদের হক্বদার হলেন ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম তিনি এবং ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, লিসানুল হক্ব, মুসতাজাবুদ দাওয়াত, আফদ্বালুল ইবাদ, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ছাহিবে ইসমে আযম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৪৯

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৩৮

 

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের-

হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম

উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-

ويل لامتى من علماء السوء الذين يتخذون هذا العلم تجارة يبيعون من امراء زمانهم لا اربح الله تجارتهم.

অর্থ: আমার উম্মতের ওইসব উলামায়ে সূদের জন্য আফসুস এবং তাদের জন্য জাহান্নাম, যারা সম্মানিত ইলম উনাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। তারা তাদের অর্জিত ইলম উনাকে যামানার রাজা-বাদশাহদের কাছে বিক্রি করে থাকে দুনিয়া হাছিলের জন্য। মহান আল্লাহ পাক তিনি তাদের ব্যবসায় বরকত দিবেন না।নাউযুবিল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম উনার রেখে যাওয়া উপকারী ইলম উনার হাক্বীক্বী ধারক, বাহক ও প্রসারকারী হচ্ছেন খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুহইউস সুন্নাহ, ইমামুল আইম্মাহ, ক্বইয়্যূমুয যামান, আন নিমাতুল কুবরা আলাল আলাম, জাব্বারিউল আউয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, ইমামুল উমাম, সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক মাধ্যমে কায়িনাতবাসী মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী, রিযামন্দি-সন্তুষ্টি, তায়াল্লুক-নিসবত, মুহব্বত-মারিফাত হাছিলের ক্ষেত্রে যে সীমাহীন ফায়দালাভ করেছে ও করে যাচ্ছে তাতুলনাহীন। সুবহানাল্লাহ!

সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার মুবারক উছীলায় উনার একজন আদনা মুরীদের ঈমান, আক্বীদা, আমল ও ইখলাছের বিষয় যদি ফিকির করা হয়, তবে লক্ষ্য করা যায় যে, সংশ্লিষ্ট মুরীদ-মুতাক্বিদ সকলেই সম্মানিত সুন্নত মুবারক মুতাবিক ইখলাছ-সমৃদ্ধ আমলের দিক দিয়ে সীমাহীন মর্যাদা-মর্তবার অধিকারী, সুবহানাল্লাহ!

সম্মানিত সুন্নত-সমৃদ্ধ আমল উনার গুরুত্ব ও ফযীলত সীমাহীন। যে আমলের সঙ্গে সুন্নত উনার সংযোগ নেই, মূলত: তা মহান আল্লাহ পাক উনার এবং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিকট কবুলযোগ্য নয়। কারণ সম্মানিত সুন্নতবিহীন আমল, আমল হিসেবেই গণ্য নয়। নাউযুবিল্লাহ!

এই মর্মে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:

من تمسك بسنتى عند فساد امتى فله اجر مائة شهيد

অর্থ: আমার যে উম্মত ফিৎনা-ফাসাদের যামানায় একটি সম্মানিত সুন্নত মুবারক আঁকড়ে থাকবে, প্রতি সুন্নতের বিনিময়ে তার জন্য রয়েছে একশত শহীদের ছাওয়াব।সুবহানাল্লাহ!

সাইয়্যিদে মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কাবা আলাইহিস সালাম উনার হাদিয়াকৃত ইলম, ইখলাছ ও ফায়িজ-তাওয়াজ্জুহ উনাদের কারণে সকল মুরীদ এবং অন্যান্য সকলে পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের মধ্যে বর্ণিত যাবতীয় হারাম পরিহার করে হালালের মধ্যে মশগুল রয়েছেন। সকলেই তাক্বওয়া-পরহেযগারিতে ইস্তিক্বামত রয়েছেন। সুবহানাল্লাহ! (চলবে)

আবা-২৪৮

সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের- হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার সাওয়ানেহে উমরী মুবারক-পর্ব-৩৭

 

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, আওলাদুর রসূল, ইমাম রাজারবাগ শরীফ উনার সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহা সম্মানিতা আম্মা আওলাদুর রসূল, সাইয়্যিদাতুনা আমাদের-

হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম 

উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম সম্পর্কে

কিঞ্চিৎ আলোকপাত

মুবারক শৈশব ও কৈশোর থেকেই সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার

সুন্নত মুবারক ও শরয়ী পর্দা পালনের একনিষ্ঠ অভ্যস্ততা

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে:

ان الله لا يقبل من العمل الا ماكان له خالصا وابتغى به وجهه.

অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ওই আমল কবুল করেন না, যে আমল-ইখলাছ উনার সঙ্গে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা উনার রিযামন্দি-সন্তুষ্টি অর্জনের জন্য সম্পাদন করা না হয়।” (নাসায়ী শরীফ)

অন্তর পরিশুদ্ধকরণের অনিবার্য বিষয়টি কুল কায়িনাতকে অবহিত করার লক্ষ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিশিষ্ট ছাহাবী হযরত মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন:

يا معاذ بن جبل رضى الله تعالى عنه اخلص دينك يكفيك العمل القليل

অর্থ হে মুয়ায বিন জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! ইখলাছসহ ইবাদত করুন। অল্প আমলই আপনার জন্য যথেষ্ট হবে।সুবহানাল্লাহ! (তারগীব, ইহইয়াউ উলূমিদ্দীন)

এতোক্ষণের আলোচনায় বুঝা গেলো, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা এবং নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বত-মারিফাত, তায়াল্লুক-নিছবত, রিযামন্দি-সন্তুষ্টি হাছিলের জন্য পরিপূর্ণ ইখলাছের সঙ্গে ইবাদত বন্দেগী সম্পাদনের জন্য দুনিয়ায় অব্যাহতভাবে গাইরুল্লাহ বিবর্জিত যে নেক সিলসিলা জারী থাকে, কবরবাসী সে নেক সিলসিলার কারণেই ফায়দা হাছিল করে থাকেন।সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, জাদ্দাতু হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম, উম্মু সাইয়্যিদে মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম, সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা কাবা আলাইহাস সালাম তিনি দুনিয়ায় যে নেক সিলসিলা রেখে গেছেন, তার শান-মান, মর্যাদা-মর্তবা প্রকাশের ভাষা সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ!

ইখলাছ সম্পন্ন ফায়দাদানকারী উপকারী ইলম উনার গুরুত্ব ও তাৎপর্য বলে শেষ করা যাবে না। যে সম্মানিত ইলম উনার মাধ্যমে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা উনার এবং রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তায়াল্লুক-নিসবত, রিযামন্দি-সন্তুষ্টি, মুহব্বত-মারিফাত হাছিল হয়, পরকালে জাহান্নাম থেকে নাজাত ও জান্নাতলাভ হয় এবং দীদার নছীব হয়, মূলত সে ইলম উনারই নাম উপকারী ইলম। সুবহানাল্লাহ!

পক্ষান্তরে, যে ইলম দ্বারা শুধু দুনিয়াই হাছিল হয় এবং প্রতিপত্তি লাভ হয়, তাই অন্ত:সারশূন্য জাহিরী ইলম। এই ইলম-এর কদর্য ব্যবহার দুনিয়া ও আখিরাতে মানুষের চরম বিনাশ ঘটায়। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে:

عن حضرت ابى الدرداء رضى الله تعالى عنه قال ان من اشر الناس عند الله منزلة يوم القيمة عالـم لاينتفع بعلمه

অর্থ: হযরত আবূ দারদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই ক্বিয়ামত দিবসে মহান আল্লাহ পাক উনার নিকট মানুষের মধ্যে ঐ ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হিসেবে গণ্য হবে যে ব্যক্তি তার অর্জিত ইলম দ্বারা ফায়দা হাছিল করতে পারেনি।” (দারিমী শরীফ, মিশকাত শরীফ) অর্থাৎ সর্বনিকৃষ্ট ধর্মব্যবসায়ী উলামায়ে সূরাই উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ উনার প্রকৃষ্ট উদাহরণ। নাউযুবিল্লাহ!

আবা-২৪৭