ইমামু আহলি বাইত আলাইহিমুস সালাম
উনাদের প্রতি সালাম অনন্ত অসীম
পাঠ করছেন স্বয়ং রব্বুল আলামীন,
স্বয়ং রসূল পাক কহিছেন ঘোষণা
আহলে বাইত উনাদের খিদমতে হও ফানা।
‘ তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না’
খোদ ইলাহী তায়ালা উনার কালাম,
আহলে বাইত উনাদের খিদমত-মুহব্বতই
আল্লাহ পাক ও নবীজি উনাদের মুহব্বত তামাম।
তাই সবে পড়ি সকাল সাঁঝে মুবারক নাম
আহলে বাইত উনাদের বারোজন ইমাম;
উনাদের উসীলায় যেন পাই রেযা
হতে চাই মক্ববুল মাহবুব গোলাম।
আসাদুল্লাহ, বাবুল ইলম, সাইয়্যিদুনা খলীফাতুল মুসলিমীন
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম
তিনি প্রথম ইমামে আহলে বাইত, আমিরুল মু’মিনীন।
দ্বিতীয় ইমাম, উলা ইমামুল হুমাম,
হযরত ইমাম হাসান আলাইহিস সালাম
সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ তিনি
পঞ্চম খলীফায়ে ইসলাম।
তৃতীয় ইমাম, ছানী ইমামুল হুমাম,
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম
জান্নাতের সাইয়্যিদ তিনি কারবালায় শহীদ
সুউঁচ্চে রাখেন ইসলাম।
চতুর্থ ইমাম, সাইয়্যিদুনা হযরত ইমাম
যাইনুল আবিদীন আলাইহিস সালাম
আবিদগণের সৌন্দর্য ইমাম আলী ইবনু
হুসাইন সাজ্জাদ উনার মুবারক নাম।
পঞ্চম ইমাম, শাকির, হাদী, হযরত ইমাম
মুহম্মদ বাকির আলাইহিস সালাম
শরীয়ত, তরীক্বত, ইলমের খনি উনাদের
ক্বদমে জানাই সালাম।
ষষ্ঠ ইমাম, ইমামুস সাদিস হযরত ইমাম
জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম
আবু আব্দিল্লাহ আ’লামুন নাস, কায়িনাতে বিলালেন ইলম তামাম।
সপ্তম ইমাম, ইমামুস সাবি’,
হযরত ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম
সামি, সাব্বির, ছলিহ, আমীন, আবুল হাসান, আবু ইবরাহীম উপনাম।
অষ্টম ইমাম, ইমামুছ ছামিন, হযরত ইমাম আলি রিযা আলাইহিস সালাম
যিনি ছিলেন আতক্বান নাস, সাইয়্যিদুনা বাবুল ইলম ওয়াল হিকাম।
নবম ইমাম, ইমামুত তাসি’ হযরত ইমাম মুহম্মদ তকী আলাইহিস সালাম
ইমাম আল জাওয়াদ তিনি সব থেকে অল্প বয়সে ত্যাগ করেন ইহধাম।
দশম ইমাম, ইমামুল আশির হযরত ইমাম আলী নক্বী আলাইহিস সালাম
যিনি ছিলেন আবুল হাসান, ইমামুল হাদি, সবাই ছিল উনার গোলাম।
একাদশ ইমামে আহলে বাইত হযরত ইমাম মুহম্মদ হাসান আসকারী আলাইহিস সালাম
কখনো গ্রহণ করেননি দুনিয়া যদিও হাতের মুঠোয় সব নাজ-নিয়াম।
এই এগারো জন সকলেই করেছেন পর্দা হয়েছেন সবাই শহীদ
বাতিলের সাথে কখনো করেননি আপোস উনারা আহলে নবী সাইয়্যিদ।
হায়! ইতিহাস কেঁদে ফিরে আজ কেমনে হলেন শহীদ
যাঁহাদের তরে সৃষ্টি জগৎ উনারা কায়িনাতের সাইয়্যিদ।
রাজা-বাদশাহ আমীর উমরা ক্ষমতাসীনের প্রলোভন
কখনো করেননি গ্রহণ তাই বেদ্বীন মুনাফিক হয়েছে দুশমন।
দ্বাদশ ইমাম ইমামুল হাদী ওয়াল মাহদী হযরত ইমাম মুহম্মদ খলীফাতুল্লাহ আলাইহিস সালাম
যামানার শেষে বিলাদত শরীফ লাভ করে ইনছাফ করিবেন কায়িম।
হাল যামানার শ্রেষ্ঠ হাদী মোদের মামদূহ মুজাদ্দিদ আ’যম
যিনি সাইয়্যিদুল আসইয়াদ আহলে বাইত আস সাফফাহ আলাইহিস সালাম।
উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা; সাথে মুবারক আহালী ছামান
উনাদের তরে হই সবে ফানা করি মাল-জান কুরবান।
উনাদের রেযাতেই রেযায়ে নবী, রেযায়ে রব্বুল আলামীন
কামিয়াব হবে জিন-ইনছান যদি উনাদের তরে হয় বিলীন।