কারবালা বীর
কোথা খিলাফত, কোথা হযরত ইমামুছ ছালিছী লহু?
কারবালার ওই আশিক দেখছি মেকি কান্নায় বহু।
কাট্টা কাফির ইয়াযীদ আমীর তাহার-ই পঙ্গপাল,
দ্বীন ইসলামী কর্তা সেজেই জুঝিতেছে ক্বীল-ক্বাল।
আহা! ইমামুছ ছালিছী ইশকে মাতাল লাখো জনতার ভীড়,
হায়! হাক্বীক্বী আশিক রহিছে আলীক্ব, সবে আজ অস্থির।
ওই কুফা চরিত্রে চরিত্রবান নামকাওয়াস্তে মুসলমান,
দেখি আহলে বাইতি স্বার্থের তরে মুখে মুখে কুরবান।
হায়! এলেই আঘাত প্রস্থান করে সুবিধাবাদীর দলে,
কাটলে বিপদ হৃদে গদ গদ, কারবালা শোক বলে।
মু’মিনী নিজাম রেখে অবিরাম ইয়াযিদী আস্তাকুঁড়ে,
শিয়ারা সাজছে কারবালা বীর মুজরিমী মন্তরে।
হুঁশিয়ার ওরে মুসলিম আজ চেয়ে দেখ চৌদিক,
তোমায় ঘিরে রাখছেই যারা, তারা হলো মুনাফিক।
কারাবালা শোকে মিছে ক্রন্দন দেখাচ্ছে বেঈমান,
তাহারা শিয়া ওহাবী খারিজী চিনো হে মুসলমান।
হাল যামানার কারবালা বীর খুঁজো হে সমঝদার,
কোথায় নকীব কোথায় আকিব সাকিবী সবিস্তার।
আজকে কঠিন তপ্ত জাহিলে ব্যাথিত যে কায়িনাত,
কাঁদো হে মু’মিন বলে হে আমীন, সুন্নতে মাক্বামাত।
ওই মাক্বামাত রন ইতয়াত মুজাদ্দিদ আ’যম যিনি,
আওলাদে রসূল আল কুরাইশ ইমামুল উমাম তিনি।
উনিই ইমাম শুনো হে আওয়াম, জাহানে তাশরীফান,
দানেন উনার তাছির জিন্দাহ আবির কারবালা ময়দান।
এই পনের শতক হিজরী সনে সোনার বাংলাদেশে,
শ্রেষ্ঠ আবিদ ওই মুজাদ্দিদ ছোহবত লও এসে।
তিনি ইমামুল উমাম দেন পয়গাম শহীদী বদলা নিতে,
ওই কারবালা কাল্ রাখেন উত্তাল মহারোবী মর্জিতে।
ওই নববী নকশা রাজারবাগ, কহি মারকাজে কারবালা,
হক ইতিহাস করি বিন্যাস রহিওনা পথভোলা।
ওরে বিশ্ব মু’মিন এক হয়ে যাই সকল দ্¦ন্দ্ব ত্যাগে,
কারবালা বীর হাক্বীক্বী পেতেই আসো হে রাজারবাগে।
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
0 Comments:
Post a Comment