বেমেছাল স্মৃতিময় শানে কারবালা

বেমেছাল স্মৃতিময় শানে কারবালা

মু’মিনী দিল রয় বিলকুল উজালা

বেমেছাল স্মৃতিময় শানে কারবালা।


ত্যাগী মহিমায় উঠে ফুটে হাক্বীক্বত

খোদায়ী খায়ের হেথা হুরমত

ইনফাক্ব ফি ছাবীলিল্লাহ কেবল

আউওয়াল আখিরে শানে কারবালা।


মাল ছামান ফের জান ও কুরবান

উজার রহে হরদম সম্মান

লিল্লাহিয়াতেই চাহে ইহা কেবল

নূরী রুহু কামিয়াব শানে কারবালা।


ইমামুছ ছালিছ কামালে কামাল

যুগ যুগান্তরে তিনিই উজাল

যবিহুল্লাহ হয়ে রন তিনি কেবল

চমকেন হরদম শানে কারবালা।


ইমামী আহাল ছোহবতে উজার

ইলাহী ইশকে সবেই বেক্বারার

মাক্ববুলুল্লাহ উনারা কেবল

কায়িনাত জুড়ে শানে কারবালা।


হাবীবী লখতে জিগারী দেহেতে

চুমুতে ভরেন সোহাগী মুহব্বতে

মরু লালে লাল রহে যে কেবল

বিজয়ী বেশে শানে কারবালা।


ইমামুছ ছালিছী ক্বায়িম-মাক্বাম

মুজাদ্দিদ আ’যম মামদূহ আকরাম

জুলফিকারী হস্তে খলীফাতুল উমাম

তাগুত পরাস্ত শানে কারবালা।


-বিশ্বকবী মুহম্মদ মুফাজ্জলুর রহমান।



0 Comments: