পাক আশুরা


পাক আশুরা

পাক আশূরা পাক তাবারুক, মুবারক মুবারক,

এলেন প্রহর ঘুরেই বছর পবিত্র বরহক্ব।


খালিক্ব মালিক আল্লাহ তিনি করেই যে ইহসান,

ওই পাক আশূরা করলেন দান, পেলাম মুসলমান।


মহান খোদা দেন ফায়দা ভরপুর আশূরায়,

নাজ নিয়ামত নূরী রহমত দস্তুরে হুসনায়।


এই আশূরায় সৃষ্টি জগৎ কুদরতে সুবহান,

এই আশূরায় পূর্ণ করেন যমীন ও আসমান।


ফের আশূরায় দিলেন জানায় কঠিন ক্বিয়ামত,

ওই সপ্ত যমীন আসমানসহ নিস্তে ইযাফত।


লক্ষ-স্মৃতি লক্ষ প্রীতি পাক আশূরার কোলে,

উজ্জ্বল হয়ে রয় অক্ষয়ে অনন্ত মকবুলে।


প্রথম মানব প্রথম রসূল প্রথম কায়িনাতে,

তাশরীফ আনেন পাক আশূরায় স্মরণীয় হিসসাতে।


হযরত আদম আলাইহিস সালাম পাক আশূরায় তিনি,

হুকুমে ইলাহী এলেন গেলেন নন্দিত রয় বাণী।


মহাপ্লাবন হয়েই গেল আশূরার কোল ঘেঁষে,

আদ সামুদের দম্ভ যে রয় পুরোপুরি নিঃশেষে।


নবী ও রসূলী হাজারো ওয়াকিয়া আশূরা মঞ্চে ঘটে,

আজও ইতিহাস করছে প্রকাশ দীপ্তিতে রয় ফুটে।


কাহিনী আবাদ একটি বিশাদ পৃথিবী বক্ষ পেতে,

চলছে কাঁদায় আজিও ধরায় কষ্টের মুর্ছাতে।


সেই সে কাহিনী কারবালা ধ্বনি জাগ্রত জিন্দাহ,

পুরো কায়িনাত দেয় অভিশাপ উদগারে নিন্দাহ।


ওই ইসলামী রইছ ইমামুছ ছালিছ, কায়িমেই ইনছাফ,

আপন তপ্ত লহু দানিলেন জিয়াইতে আশরাফ।


ওই পৃথিবীবাসী শুনো হে আসি- ইমামুছ ছালিছী ডাক,

রব ও রসূলী কানুন ভুবনে রাখো হে পূর্ণ পাক।


সত্যের তরে করতে জিহাদ, ক্বীল-ক্বাল দাও ছেড়ে,

সত্য আসায় মিথ্যা পালায় বিশ্বাস করো ওরে।


-মুহম্মদ আবূ মুসাদ্দিক হুসাইন।



0 Comments: